শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১:২৩

22 হাজার টাকা ছাড় Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনে

22 হাজার টাকা ছাড় Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনে

2026 এর শুরুতেই ভারতীয় বাজারে একাধিক স্মার্টফোন একের পর এক লঞ্চ হচ্ছে। তবে শুধু তাই নয়, নতুন স্মার্টফোন লঞ্চের পাশাপাশি কোম্পানি তাদের পুরনো মডেলের দামও একধাপে অনেকটা কম করে দিচ্ছে। 

একই ক্ষেত্রে গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটি বিশাল ছাড়ের কেনা যাবে। 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite প্রসেসর সহ স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোনটি এখন আগের চেয়েও অনেক সস্তা। বলে দি যে আজ 16 জানুয়ারী রাত 12টা থেকে Amazon Great Republic Day sale শুরু হচ্ছে।

প্রিমিয়াম ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনের দাম কত
দামের কথা বললে, স্যামসাং গত বছর গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি 1,29,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এটি কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, বিশেষভাবে হাই-এন্ড ইউজার এবং প্রোফেশনালদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এখন, 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ এর টাইটানিয়াম গ্রে মডেলটি Amazon সাইটে 1,07,910 টাকায় পাওয়া যাচ্ছে।

যার মানে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি 22 হাজার টাকার বেশি ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা এতে কিছু ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে অতিরিক্ত ছাড় পেতে পারেন।

গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে। এছাড়া এতে 200MP কোডায় রিয়ার ক্যামেরা দেওয়া, যা ফটোগ্রাফিকে পাওয়ারহাউস তৈরি করে।

সাথে গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে থাকছে 6.9-ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz ।

ডিভাইসটি 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারিও রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রাওয়াইড লেন্স, 50MP পেরিস্কোপ লেন্স এবং 3x অপটিক্যাল জুম সাপোর্ট সহ 10MP টেলিফটো লেন্স রয়েছে। সেলফির জন্য, ফোনে পাওয়া যাবে 12MP ফ্রন্ট ক্যামেরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে