আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিনিয়োগকারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৬৩ দশমিক ৩৭ ডলার হয়েছে। দিনের শুরুতে দাম সর্বাধিক ৪ হাজার ৬৮৯ দশমিক ৩৯ ডলার স্পর্শ করেছিল। ফেব্রুয়ারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৬৯ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপের হুমকি বিনিয়োগকারীদের স্বর্ণ ও রুপার দিকে আগ্রহী করেছে।
রুপার দামও একদিনে ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯২ দশমিক ৯৩ ডলার হয়েছে। প্লাটিনামের দাম বেড়ে ২ হাজার ৩৪৮ দশমিক ৩২ ডলার, আর প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ দশমিক ৪৬ ডলার প্রতি আউন্স।
স্টোনএক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়ানোর একটি বড় কারণ। নিরাপদ আশ্রয়ের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক শক্তিশালী হয়েছে। অর্থাৎ রাজনীতি ও অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম নতুন ইতিহাস গড়েছে এবং বিনিয়োগকারীরা এখন ঝুঁকি কমিয়ে নিরাপদ সম্পদে বিনিয়োগ করছে।