মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০১:১০

ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদনকারীদের জন্য বিশেষ বার্তা

ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদনকারীদের জন্য বিশেষ বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদনকারীদের বিভ্রান্তি দূর করতে বিশেষ বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। সুইডেন অ্যাম্বেসি এক বার্তায় জানায়, তারা শুধু শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়া করে নিয়ে কাজ করে। 

সোমবার (১৯ জানুয়ারি) দেয়া ওই বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ৯০ দিনের বেশি সময়ের জন্য বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) বা জাতীয় ভিসা সংক্রান্ত বিষয়ে তারা কোনো দেশের প্রতিনিধিত্ব করে না। এ ধরনের ভিসার জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট দূতাবাস বা অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।

 দূতাবাস জানায়, তারা কেবল শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়া করে থাকে এবং তা করে ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের পক্ষে।
 
#MigrationMonday উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত এক বার্তায় দূতাবাসটি জোর দিয়ে বলেছে, ‘রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি জাতীয় ভিসার আবেদন তাদের কার্যপরিধির বাইরে’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে