আন্তর্জাতিক ডেস্ক : আকাশে তখন চলছিল নিয়মিত মহড়া। কিন্তু হঠাৎ বাধে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে নিচের দিকে নেমে আসতে শুরু করে প্রশিক্ষণ বিমানটি। মূলত নিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণের অংশ হিসেবেই প্লেনটি আকাশে ওড়ানো হয়েছিল। পরে সেটি সোজা গিয়ে পড়ে পাশের একটি পুকুরে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সৌভাগ্যবশত, প্লেনটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে দুই পাইলটই প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়।
বুধবার এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে। নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিমানবাহিনীর তথ্য সূত্রে জানা গেছে উড্ডয়নের কিছু সময় পরই বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে দুই পাইলটই প্যারাস্যুটের মাধ্যমে বিমান থেকে ঝাঁপ দেন। চালকবিহীন বিমানটি এরপর সরাসরি গিয়ে আছড়ে পড়ে লোকালয় সংলগ্ন একটি বড় পুকুরে।
এই ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। প্লেনটি জনবসতিহীন এলাকায়, বিশেষ করে পুকুরে পতিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বিমানবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুকুরের পানিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ এবং কিছু অংশে তখনো আগুন জ্বলছিল ।
অন্য একটি ভিডিওতে পাইলটদের আকাশ থেকে নিরাপদে নেমে আসার দৃশ্যও ধরা পড়েছে। সাম্প্রতিক কিছু দুর্ঘটনাপ্রয়াগরাজের এই ঘটনা ভারতে সামরিক প্রশিক্ষণের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গেল কয়েক বছরে দেশটিতে বেশ কয়েকটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। এর আগে চেন্নাইয়ের তাম্বারামের কাছে প্রশিক্ষণ মিশনে থাকার সময় একটি পিলাটাস পিসি-৭ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। একই বছরে মার্চ মাসে হরিয়ানার পাঞ্চকুলার কাছে কারিগরি ত্রুটির কারণে একটি জাগুয়ার যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়েছিল।