বর্তমানে Amazon Republic Day Sale 2026 উপলক্ষে Samsung এর Galaxy M56 5G ফোনে অসাধারণ অফার দেওয়া হচ্ছে। যারা মিড রেঞ্জ সেগমেন্টে ফোন আপগ্ৰেড করার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনে স্লিম ডিজাইন, সুন্দর ক্যামেরা এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
শপিং সাইট আমাজনে Samsung Galaxy M56 5G (Light Green) ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল আপাতত 21,998 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, অর্থাৎ এই ফোনটিতে লঞ্চ প্রাইসের তুলনায় 6,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর সঙ্গে রয়েছে No Cost EMI অপশন, কিস্তি শুরু হয় প্রতি মাসে মাত্র 773 টাকা থেকে। এছাড়াও SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এর পাশাপাশি Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 659 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এইসব অফার সহ এই ফোনটি আরও সস্তায় কেনা যাবে।
Samsung Galaxy M56 5G ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে স্লিম স্মার্টফোন বলে জানানো হয়েছে এবং এই ফোনের থিকনেস মাত্র 7.2mm। এই ফোনটি এর আগের মডেল অর্থাৎ Galaxy M55 5G ফোনের তুলনায় প্রায় 30 শতাংশ বেশি স্লিম। Galaxy M56 5G ফোনের ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেলে Gorilla Glass Victus+ প্রোটেকশন দেওয়া হয়েছে, ফলে এতে প্রিমিয়াম লুকের পাশাপাশি মজবুত বডি পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটির বেজল আগের তুলনায় 36 বেশি স্লিম, এর ফলে ডিসপ্লে আরও বেশি ইমার্সিভ দেখায়।
Samsung Galaxy M56 5G ফোনে Super AMOLED+ ডিসপ্লে প্যানেল যোগ করা হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1,200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিন আগের জেনারেশনের তুলনায় 33 শতাংশ বেশি ব্রাইট, ফলে আউটডোর ভিজিবিলিটি, ভিডিও স্ট্রিমিং এবং গেমিং এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M56 5G ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে AI সাপোর্ট রয়েছে এবং বিভিন্ন লাইট কন্ডিশনে সুন্দর ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। লো লাইট ফটোগ্রাফি এবং 2x জুম পোর্ট্রেট এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে অন্যতম। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা 4K 10-বিট HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এই ফিচার কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিডিও কলিং ইউজারদের জন্য যথেষ্ট উপযোগী।
Samsung Galaxy M56 5G ফোনে প্রসেসিঙের জন্য 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Exynos 1480 প্রসেসর যোগ করা হয়েছে। এতে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স পাওয়া যায়। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোনে Vapour Cooling Chamber দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিকে ল্যাগ-ফ্রি গেমিং এক্সপেরিয়েন্স সহ স্মার্টফোন বলে জানানো হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
Samsung Galaxy M56 5G ফোনটি Android 15 বেসড One UI 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 বছর পর্যন্ত ওএস আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ফলে এই প্রাইস রেঞ্জেও এই ফোনটি যথেষ্ট ফিউচার প্রুফ।
যারা স্লিম ও প্রিমিয়াম ডিজাইন, সুন্দর AMOLED ডিসপ্লে, বিশ্বস্ত ক্যামেরা, শক্তিশালী পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট সহ একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Amazon Republic Day সেল চলাকালীন 22,000 টাকার রেঞ্জে Samsung Galaxy M56 ফোনটি একটি যথেষ্ট স্টেবল মিড রেঞ্জ 5G স্মার্টফোন।