আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে একটি বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলায় ২৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কাউং জার গ্রামে ও মগওয়ে অঞ্চলে পৃথক এই হামলা চালানো হয়।
শুক্রবার ‘দ্য ইরাবতী’ এক প্রতিবেদনে জানায়, ভামো টাউনশিপের একটি গ্রামে শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠানে সামরিক জান্তা বাহিনীর বোমা হামলা চালায়। এতে ২২ জন নিহত হয়েছেন। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) জানিয়েছে, এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
অপরদিকে সকালে মগওয়ে অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানে জেট বিমান দিয়ে বোমা হামলা চালায় জান্তা। এতে একটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।
দুটি হামলার পর ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির আঙিনায় নারী-পুরুষের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে সেখানে শেষকৃত্যের প্রার্থনা চলছিল।
কেআইএ-র মুখপাত্র কর্নেল নউ বু অভিযোগ করেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি অভিযোগ করেন, ওই গ্রামে বিদ্রোহী কোনো সৈন্য ছিল না জেনেও জান্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। জান্তা সরকার এখন শত্রু আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করছে না। তারা স্কুল থেকে শুরু করে যে কোনো জনসমাগমে নির্বিচারে হামলা চালাচ্ছে।