সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫৯:২০

হঠাৎ কেন লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম? জানা গেল পেছনের কারণ

হঠাৎ কেন লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম? জানা গেল পেছনের কারণ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুর দাম ৫ হাজার ডলার প্রতি আউন্সের মাইলফলক ছুঁয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৬ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম‌ শূন্য দশমিক ৯৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৯ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ১ দশমিক ০২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৯ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। এতে স্বর্ণের দামে দেখা যাচ্ছে ধারাবাহিক ঊর্ধ্বগতি, যা নতুন নতুন রেকর্ড তৈরি করছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, পূর্বাভাস অনুযায়ী স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত যেতে পারে। এ সময়ে স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে প্রায় ৫ হাজার ৩৭৫ ডলার।

 মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, স্বর্ণের দামে আরও ঊর্ধ্বগতি দেখার সম্ভাবনা রয়েছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্স প্রায় ৫ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে গেলে মাঝেমধ্যে দামে কিছুটা পতন আসতে পারে। তবু এটি দীর্ঘস্থায়ী হবে না। বরং প্রতিবারই শক্তিশালী ক্রয় আগ্রহের কারণে দাম আবার দ্রুত ঘুরে দাঁড়াবে।
 
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে বাড়তে থাকা টানাপড়েন চলতি বছর আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়াবে-এমন প্রত্যাশা থেকেই স্বর্ণের বাজারে নতুন গতি এসেছে। একই সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ পরিস্থিতিও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে।
 
রয়টার্স জানায়, শনিবার আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার আলোচনার দ্বিতীয় দিন কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। যদিও আগামী সপ্তাহান্তে নতুন করে আলোচনার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই রাশিয়ার রাতভর বিমান হামলায় তীব্র শীতের মধ্যে ইউক্রেনে ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে।
 
ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির কড়াকড়ি অবস্থান। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুসরণ করলে তিনি কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে বলেন, এ ধরনের চুক্তি কানাডাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
 
রয়টার্সের তথ্যমতে, ২০২৫ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৬৪ শতাংশ। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রেকর্ড বিনিয়োগ। বিশেষ করে ডিসেম্বরে চীনের স্বর্ণ কেনার ধারা টানা ১৪ মাস ধরে অব্যাহত ছিল।
 
অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রুপার দাম ১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০৪ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্লাটিনামের দাম শূন্য দশমিক ২১ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৭৬২ দশমিক ২৫ ডলারে নেমেছে। তবে স্পট প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ১৪ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
 
এর আগে শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো স্পট রুপার দাম প্রতি আউন্স ১০০ ডলারের ওপরে উঠে যায়। গত বছরে রুপার দাম বেড়েছে ১৪৭ শতাংশ। খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ এবং গতি-নির্ভর ক্রয়ের কারণে মূল্যবান ও শিল্প ধাতুর ভৌত বাজারে দীর্ঘদিনের টানাপড়েন আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে