শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:১৩:২৭

যে ধরণের ৬৫ হাজার ওয়ার্কার ভিসা দেওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

যে ধরণের ৬৫ হাজার ওয়ার্কার ভিসা দেওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে তীব্র শ্রমিক সংকট মোকাবিলায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় ৬৫ হাজার এইচ-২বি মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ফেডারেল রেজিস্টারের একটি বিশেষ নোটিশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত যেসব মার্কিন নিয়োগকর্তা পর্যাপ্ত শ্রমিকের অভাবে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাঁদের কথা বিবেচনা করেই এই অতিরিক্ত ভিসাগুলো উন্মুক্ত করা হচ্ছে।

প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতের জন্য নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যার সঙ্গে নতুন এই ঘোষণা যুক্ত হওয়ায় এর পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসন স্বীকার করেছে যে, স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত দক্ষ শ্রমিক খুঁজে পেতে হিমশিম খাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি বিশেষ সুযোগ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও বৈধ কর্মসংস্থানের ক্ষেত্রে এই নমনীয়তা প্রদর্শন করছেন। তাঁর প্রশাসন একদিকে যেমন ভ্রমণ নিষেধাজ্ঞা এবং শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আবেদন পর্যালোচনার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যের গতি সচল রাখতে অতীতের মতো এইচ-২বি ভিসার কোটা বাড়ানোর পথে হেঁটেছে।

উল্লেখ্য, ট্রাম্পের পূর্ববর্তী মেয়াদ এবং জো বাইডেনের শাসনামলেও একইভাবে মৌসুমি কাজের জন্য অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছিল। বিশেষ করে হোটেল ও পর্যটন খাতের মতো মৌসুমি ব্যবসার মালিকেরা দীর্ঘদিন ধরেই এই ভিসা সংখ্যা বাড়ানোর জোরালো দাবি জানিয়ে আসছিলেন।

অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের দ্বিমুখী এই অবস্থান বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। কিছু নির্মাণ প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থা শ্রমিক সংকটের কারণে নতুন প্রকল্পের কাজ শুরু করতে না পারার অভিযোগ তুলে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

অন্যদিকে, অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই অতিরিক্ত ভিসার বিরোধিতা করে দাবি করেছে যে, এর ফলে বিদেশি সস্তা শ্রমের প্রভাবে মার্কিন নাগরিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন এইচ-১বি কর্মী ভিসার ওপর এক লাখ ডলার ফি আরোপ করায় প্রযুক্তি খাতে বিদেশি কর্মী নিয়োগ কঠিন হয়ে পড়েছিল, যা বর্তমানে আইনি লড়াইয়ের মুখে রয়েছে। তবে এইচ-২বি ভিসার ক্ষেত্রে বর্তমান সরকারের এই উদ্যোগকে ব্যবসায়িক প্রয়োজন হিসেবেই দেখা হচ্ছে।

ফেডারেল রেজিস্টারের নোটিশ অনুযায়ী, এই অতিরিক্ত ভিসা কার্যক্রম কার্যকর করার লক্ষ্যে একটি অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও নিয়োগকর্তাদের যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলীও ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হবে বলে জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষ মৌসুমি শ্রমিকদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের নতুন একটি দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। তবে একই সময়ে কঠোর অভিবাসন নীতির প্রয়োগ এবং বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর এই ভারসাম্যপূর্ণ নীতি শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতিতে কেমন প্রভাব ফেলে, তা নিয়ে বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। সূত্র: রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে