বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০২:১৩:০১

নবীর পক্ষে প্রচার করায় গালিগালাজ!

নবীর পক্ষে প্রচার করায় গালিগালাজ!

আন্তর্জাতিক ডেস্ক : প্রার্থী পছন্দ হয়নি দলের একাংশের। আর সেই প্রার্থীর হয়ে প্রচার করায়, পঞ্চায়েত সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর ঘটনায় কাজিমহল্লা পঞ্চায়েতের ওই সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। ওই ঘটনার পর পরই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

আসন্ন বিধানসভা নির্বাচনে পাণ্ডুয়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ফুটবলার রহিম নবী। কিন্তু, পাণ্ডুয়া আসন থেকে নবীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের একাংশের স্থানীয় কর্মীরা বিরোধ শুরু করেন।

অভিযোগ, প্রকাশ্যে না হলেও, নবীর নাম ঘোষণার পর থেকে দলের বেতরেই বিরোধিতা চলছিল বেশ জোর কদমেই। আর তারই রেশ পড়েছে কাজিমহল্লা পঞ্চায়েতের সদস্য রেখা বন্দ্যোপাধ্যায়ের ওপর।

জানা গেছে, পাণ্ডুয়া আসন থেকে রহিম নবীর নাম ঘোষণার পর পরই তার হয়ে প্রচার এবং দেওয়াল লিখন শুরু করেন রেখা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, নবীর হয়ে প্রচার শুরু করার পর পরই রেখা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। শেষ পর্যন্ত ওই অপমান সহ্য করতে না পেরে পঞ্চায়েতের সদস্য পদ থেকে পদত্যাগ করতে চেয়ে ব্লক সভাপতির কাছে চিঠি পাঠিয়েছেন রেখা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবরে জানা গেছে, নবীর হয়ে প্রচার শুরু করার পর থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে ওঠে। আর তার জেরেই রেখা বন্দ্যোপাধ্যায় নামে ওই পঞ্চায়েত সদস্যকে অপমান করা হয়। অপমান সহ্য করতে না পেরে, শেষ পর্যন্ত পদত্যাগ করেন তিনি। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় ঘোষের জন্যই তিনি পদত্যাগ করছেন বলে অভিযোগ করেন রেখা বন্দ্যোপাধ্যায়।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে