বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৪:৫৩:৫৫

যে দেশগুলোকে এখন ভয় পাচ্ছে আমেরিকা!

যে দেশগুলোকে এখন ভয় পাচ্ছে আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেন্টার কমান্ডের কমান্ডার জেনারেল লয়েড তৃতীয় অস্টিন বলেছেন, আমেরিকার সেনাবাহিনী বিপজ্জনক ভাবে ছোট হয়ে আসছে। এ ছাড়া, উত্তর কোরিয়া, ইরান, চীন ও রাশিয়া আমেরিকার জন্য বড় হুমকি হয়ে উঠছে বলে জানান তিনি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খরব জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিনেটের আমর্ড সার্ভিস কমিটির কাছে এ মত তুলে ধরে দেশটির সেনাবাহিনীকে ব্যাপক সমর্থন দেয়ার জন্য মার্কিন সিনেটের কাছে আহ্বান জানান তিনি। তিনি সক্রিয় মার্কিন সেনা সংখ্যা সাড়ে চার লাখে নামিয়ে আনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সিনেটকে হুশিয়ার করে দেন।

তিনি বলেন, এতে প্রয়োজন মেটানোর জন্য যে পরিমাণ সেনা দরকার তার চেয়ে মার্কিন সেনা সংখ্যা অনেক কমে যাবে। তিনি এ সময়ে আশংকা ব্যক্ত করে বলেন, বিপজ্জনক ভাবে ছোট হয়ে আসছে মার্কিন সেনাবাহিনী।

এদিকে এর আগে প্রায়ই একই হুশিয়ারি দিয়েছেন মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ডের জেনারেল জোসেপ ভোটেল। তিনি বলেন, মার্কিন সেনা শক্তির ব্যাপক চাহিদার তুলনায় সেনা সদস্য সংখ্যা অনেক বেশি এবং এতে প্রচণ্ড ঝুঁকির মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী।

তিনি বলেন, চলমান সন্ত্রাস বিরোধী তৎপরতা ক্রমেই বাড়ছে এবং চারটি হুমকি ক্রমেই বড় চ্যালেঞ্জে হয়ে দেখা দিচ্ছে। এরা আমেরিকার জন্য বড় ভয়ের কারণ। বর্তমানে এ চারটি দেশ বড় হুমকি উত্তর কোরিয়া, ইরান, চীন এবং রাশিয়া বলে জানান তিনি।
০৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে