বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৯:২৫:০৯

নতুন জোট বাঁধছে রাশিয়া-ইরান, আতঙ্কে ওয়াশিংটন

নতুন জোট বাঁধছে রাশিয়া-ইরান, আতঙ্কে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে এক জোট হচ্ছে পুরনো মিত্র রাশিয়া ও ইরান। একটি দীর্ঘস্থায়ী কৌশলগত নিরাপত্তা-মৈত্রী বন্ধনের রূপ নিচ্ছে। তাই আতঙ্কগুস্থ হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি ইতোমধ্যে উদ্বেগও প্রকাশ করেছে।

মার্কিন কংগ্রেসে এই উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় কমান্ডের অধিনায়ক জেনারেল লয়েড অস্টিন। সিরিয়ায় সামরিক অভিযানের ক্ষেত্রে ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতা নিকট-ভবিষ্যতের গণ্ডী ছাড়িয়ে দীর্ঘস্থায়ী কৌশলগত পার্টনারশিপের দিকে গড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।

রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ায় তেহরান ও মস্কোর মধ্যে আরও বেশি নিরাপত্তা-সহযোগিতার সম্ভাবনা ওয়াশিংটনের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় বলে লয়েড অস্টিন জানান।  

রাশিয়া গত বছরের শেষের দিকে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর সামরিক অভিযান শুরু করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে। অন্যদিকে ইরান বহু আগ থেকেই ইসরাইল-বিরোধী সিরিয়ার আসাদ সরকারকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে।
১০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে