বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১১:৫৬:৫১

সংসদে ‘মৃত’ যুবতী এমপির হৈ চৈ, চারদিকে তোলপাড়

 সংসদে ‘মৃত’ যুবতী এমপির হৈ চৈ, চারদিকে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাসীন দলের এক যুবতী সংসদ সদস্যকে নিয়ে ভারতজুড়ে তোলপাড় চলছে। সবাই জানেন তিনি মারা গেছেন, অথচ স্বয়ং সংসদে হাজির।

গত সপ্তাহে ভারতের মুম্বইতে আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনাসভায় যোগ দেন ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্য অঞ্জু বালা দিব্যি। সেখান থেকে ফিরে আসার পর ঘটে এলাহী কান্ড।

এক সচিব ফোনে তাঁকে জানান, ‌‘ম্যাডাম, আপনার শরীর ভাল আছে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আপনি নাকি মারা গিয়েছেন?’ শুনে তাজ্জব উত্তরপ্রদেশের মিসরিখের এমপি অঞ্জু বালা।

বুধবার এই অভিযোগেই লোকসভায় ক্ষোভে ফেটে পড়লেন অঞ্জু বালা। তাঁর অভিযোগ, উইকিপিডিয়া তাঁর ভাবমূর্তি নষ্ট করছে।

ওয়েবসাইটে দেখানো হচ্ছে, তিনি মার্চ মাসের তিন তারিখ দিল্লিতে মারা গেছেন। আজ জিরো আওয়ারে অঞ্জু বালা আইনমন্ত্রী সদানন্দ গৌড়ার কাছে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। আইনমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে