বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১২:১৩:৫৬

শত্রুদের ঘায়েল করবে ৫ ডলফিন সেনা

শত্রুদের ঘায়েল করবে ৫ ডলফিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদেশ তার সামরিক বাহিনীতে নিত্য নতুনত্ব আনছে। কারণ আক্রমণ ও আত্মরক্ষা দু'টোই নির্ভর করে এই বাহিনীর ওপর। তাই রুশ সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে পাঁচ ডলফিন সেনা।

সামরিক তৎপরতায় প্রশিক্ষিত এই সেনা দল কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের বিশেষ তৎপরতা চালানোর কাজে সহায়তা করবে। এ ডলফিন বাহিনীকে ব্যবহার করে শত্রুদের ঘায়েল করতে সক্ষম হবে মস্কো।

রুশ নৌবাহিনীর জন্য সামুদ্রিক এই স্তন্যপায়ী প্রাণী সংগ্রহের জন্য ২৪ হাজার ডলারের ঠিকাদারি দেয়া হয়েছে। ক্রয়ের কাজে জড়িত রুশ সরকারি ওয়েবসাইট থেকে এ তথ্য থেকে জানা গেছে।

এ বাহিনীতে থাকবে, তিনটি পুরুষ এবং দুইটি মাদী ডলফিন। রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের প্রধান ঘাঁটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে অবস্থিত। এ ঘাঁটিতেই ১ আগস্টের মধ্যে ডলফিন বাহিনীকে সরবরাহ করার কথা রয়েছে।

সামরিক তৎপরতায় ডলফিন ব্যবহার নতুন কিছু নয়। শীতল যুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা উভয়ই ডলফিন বাহিনী ব্যবহার করেছে। বন্দর বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশপাশে ডুবোজাহাজের অবস্থান খুঁজে বের করতে ডলফিন ব্যবহার করা হয়। এ ছাড়া, সাগরে পেতে রাখা মাইন নির্ণয়েও ডলফিন বাহিনী ব্যবহার হয়ে থাকে।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে