বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০২:৪৪:৫০

২টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিল উত্তর কোরিয়া

২টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দু'টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিল উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে স্বল্পপাল্লার এই দুই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর আগেও

উত্তর কোরিয়ার হুমকি উপেক্ষা করে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। এর জবাবে বৃহস্পতিবার ফের দু’টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল পিয়ংইয়ং।

এই দুই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে। সাবেক সোভিয়েত আমলে তৈরি স্কাড ক্ষেপণাস্ত্রের নকশার ভিত্তিতে এগুলো তৈরি করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এদিকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাপান। বেইজিং’র দূতাবাসের মাধ্যমে এ প্রতিবাদ জানায় জাপান।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে