বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৭:৪৫:০৪

যুদ্ধে প্রস্তুত ইসরাইল!

যুদ্ধে প্রস্তুত ইসরাইল!

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন সীমান্তে বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং যুদ্ধের সরঞ্জাম মোতায়েন করার মাধ্যমে ইসরাইল সেখানে সামরিক উপস্থিতি জোরদার করেছে বলে বেইরুত ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

অধিকৃত ফিলস্তিনি ভূখন্ডের সীমান্তবর্তী স্থানে কৃষিকাজ এবং পশুপালনে নিয়োজিত লেবানন অধিবাসীদের ওপর ইসরাইলি বাহিনী গতকাল (বুধবার) দ্বিতীয় দিনের মতো টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে বলে 'দি ডেইলি স্টার' সংবাদ মাধ্যম জানিয়েছে।

মুস্তফা আহমেদ নামে একজন পশুপালক বলেন, 'নিত্য দিনের মতো আমরা আমাদের স্বাভাবিক জীবন যাপন করে যাচ্ছিলাম এবং প্রত্যেকেই তাদের জমিতে কাজ করছিল। তখন আমরা ইসরাইলি বাহিনীকে টহল দিতে দেখলাম এবং এক পর্যায়ে তারা আমাদের দিকে টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করল।'

ইসরাইলি বাহিনী সকাল থেকেই টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করা অব্যাহত রেখেছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন। এর কয়েক ঘন্টা পর লেবাননের কাফর কিলা গ্রামের উপকণ্ঠে একটি ইসরাইলি বসতিতে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গত সপ্তাহ থেকে লেবানন সীমান্তে ইসরাইলি সেনাবাহিনী টহল জোরদার করার পাশাপাশি সেনাদেরকে যুদ্ধাবস্থায় রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

ইসরাইলি সেনাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি ইসরাইলের সর্বশেষ সামরিক তৎপরতার কারণ নিয়েও তারা প্রশ্ন তোলেন বলে প্রতিবেদনে জানিয়েছে।

লেবাননের বিরুদ্ধে ইসরাইল আরেকটি যুদ্ধ শুরু করার পায়তারা করছে বলে এর আগে গত (শনিবার) বেইরুত ভিত্তিক 'আল-আখবার' সংবাদমাধ্যম জানানোর পর ইসরাইলি বাহিনীর এসব তৎপরতার খবর প্রকাশ পেয়েছে।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে