বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৯:১৯:৪৫

তাকানোর অপরাধে বিমান থেকে নামিয়ে দেয়া হলো দুই মুসলিম মহিলাকে!

তাকানোর অপরাধে বিমান থেকে নামিয়ে দেয়া হলো দুই মুসলিম মহিলাকে!

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার বোস্টন থেকে লস অ্যাঞ্জেলসে যচ্ছিলেন তারা দুজন। যাত্রা পথে তাদের দৃষ্টি বিমানের ক্রু মেম্বারের পছন্দ হয়নি৷ তাই ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হল দুই মুসলিম মহিলাকে৷ এমনই ঘটনা ঘটল 'জেট-ব্লু' এয়ারলাইনসের একটি বিমানে৷ সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বিমানটি বোস্টন থেকে যখন লস অ্যাঞ্জেলসের উদ্ধেশ্যে যাত্রা করে৷ ওই বিমানেরই উঠে ছিলেন দুইজন মুসলিম মহিলা৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যাত্রাপথে ওই দুই মহিলার কোনো সন্দেহজনক কার্যকলাপ তাদের চোখে পড়েনি৷ দুই মহিলাই নিজেদের মতো চুপচাপ বসে সিনেমা দেখছিলেন বলেও জানিয়েছেন ফ্লাইটে উপস্থিত যাত্রীরা৷

কিন্তু এক ক্রু মেম্বার দাবি করেন, ওই দুই ইসলাম ধর্মাবলম্বী মহিলা তার দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ছিলেন৷ তার এই অভিযোগের ভিত্তিতেই ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয় ওই দুই যাত্রীকে৷
এই ঘটনায় স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছে৷ বিভিন্ন মহলে বলা হচ্ছে, কেবল মুসলিম বলেই ওই দুই মহিলার সঙ্গে এমন ব্যবহার করা হল ফ্লাইটে৷

যদিও 'জেট-ব্লু' বিমান পরিষেবা সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, ওই ক্রু মেম্বারের সংশ্লিষ্ট দুই মহিলাকে গোপনে কিছু রেকর্ড করতে দেখেছিলেন৷ তাই তার মনে হয়েছিল ওই দুই মহিলা কোনো কু-মতলবে বিমানের অভ্যন্তরীণ দৃশ্য রেকর্ড করছিলেন৷ আর তার এই মনে হওয়ার ভিত্তিতেই প্লেন থেকে নামিয়ে দেয়া হয় দুই মহিলাকে৷

যদিও ক্রু মেম্বারের সমস্ত দাবি অসত্য প্রমাণিত হওয়ায়, ক্ষমা চেয়েছে বিমান সংস্থার পক্ষ থেকে৷
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে