বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১০:৪৭:০০

দুর্ঘটনা এড়াবে দুই কন্যার থ্রিডি ক্রসিং

দুর্ঘটনা এড়াবে দুই কন্যার থ্রিডি ক্রসিং

আন্তর্জাতিক ডেস্ক : রাস্তায় জেব্রা ক্রসিং দেখে অনেকেই পাত্তা দেন না৷ বেপরোয়া চালকরা ক্রসিংয়ের ওপরই গাড়ি তুলে দেন৷ ফলে ঘটে দুর্ঘটনা৷ রাস্তায় নিরাপত্তা বাড়াতে ও দুর্ঘটনা রুখতে এবার থ্রি ডি জেব্রা ক্রসিংয়ের নকশা বানিয়ে ফেললেন গুজরাতের দুই কন্যা৷

সৌম পাণ্ডে থ্যাক্কার ও শকুন্তলা পাণ্ডে, আহমেদাবাদের দুই শিল্পী থ্রি-ডি নকশা বানিয়েছেন৷ আঁকার নৈপুণ্যে দূর থেকে ক্রশিংটি দেখলে মনে হবে, এর উচ্চতা আছে৷ গাড়ি না থামালে সেখানে গিয়ে ধাক্কা খাবে৷

আসলে এটা অপটিক্যাল ইলিউশন৷ তারা জানান, শিল্পী সত্ত্বা তো আছেই৷ সঙ্গে ভালো কিছু করার ভাবনা থেকে এ নকশা তৈরি করেছেন তারা৷

২ডি-র চেয়ে থ্রিডি জেব্রা ক্রসিং অনেক বেশি কার্যকরী হবে বলে আশাবাদী দুই কন্যা৷ পরীক্ষামূলক এই ক্রসিং স্কুল, হাসপাতাল সংলগ্ন রাস্তায় আঁকানো হবে৷
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে