শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৯:৫৩:৫৩

যুদ্ধের তোড়জোড় ভারতীয় বিমান বাহিনীর, কড়া নজর রাখছে পাকিস্তান

যুদ্ধের তোড়জোড় ভারতীয় বিমান বাহিনীর, কড়া নজর রাখছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পেশীশক্তি দেখাতে যুদ্ধের তুড়জোড় শুরু করেছে ভারত। রাজস্থানের পোখরানে আগামী ১৮ মার্চ মহা মহড়ায় নামছে ভারতীয় বিমান বাহিনী। এর নাম দেয়া্ হয়েছে ‌'ফায়ার পাওয়ার ডেমোস্ট্রেশন'। কোড নেম- 'আয়রন ফিস্ট ২০১৬'৷ এই মহড়া উদ্বোধন করবেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে চিফ অফ আইএএফ এয়ার চিফ মার্শাল অরূপ রাহা।

এয়ার মার্শাল বি এস ধানোয়া জানিয়েছেন, দেশের সবকটি বিমান বাহিনী ঘাঁটি থেকে ১৮১টি এয়ারক্রাফট ওই মহড়ায় অংশ নেবে৷ ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভাঁড়ারে যত গোলা-বারুদ রয়েছে, 'ডামি' শত্রুদের উদ্দেশে বর্ষাবে বাহিনী৷

সুখোই ৩০-এর মতো একেবারে সামনের সারি থেকে যুদ্ধ করতে পারবে এরকম খতরনাক যুদ্ধবিমানও ওই মহড়ায় অংশ নেবে৷ এয়ার মার্শালের যুক্তি, ভারতীয় বিমান বাহিনী একেবারে ছন্দবদ্ধ কায়দায়, অবিকল যুদ্ধের ভঙ্গিতে মহড়ায় নামবে৷ আকাশে যুদ্ধ করতে কতটা সক্ষম সেনা, শত্রুদের দেখিয়ে দেওয়া হবে৷

কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া হবে এই মহড়ায়?

প্রথমত যে কোনও পরিস্থিতে, আবহাওয়ায় ভারতীয় ফাইটার জেটের পাইলটরা যুদ্ধ করতে তৈরি-তা শত্রুদের জানিয়ে দেওয়া৷ দ্বিতীয়ত, 'লাইভ ফায়ার পাওয়ার ডেমোস্ট্রেশন'-এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া লুকিয়ে এক-আধটা পাঠানকোট হামলা করে ভারতীয় বিমান বাহিনীর শক্তি বিচারের ভুল যেন না করা হয়৷

বিমান বাহিনীর ভাঁড়ার এখন আগের চেয়ে ঢের উন্নত৷ এখন বিমান বাহিনীর নতুন স্লোগান- 'ম্যান বিহান্ড দা মেশিন'৷ সেনার মিশন- 'পিপলস ফার্স্ট, মিশন অলওয়েজ'৷

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের এই যুদ্ধের মহড়ায় কড়া নজর রাখছে পাকিস্তান। কেননা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বেড়েই চলেছে।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে