শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ১১:০১:৩৮

ইসলাম ধের্মকে আক্রমণ করে প্রতাপশালী ট্রাম্প এখন নিঃসঙ্গ!

ইসলাম ধের্মকে আক্রমণ করে প্রতাপশালী ট্রাম্প এখন নিঃসঙ্গ!

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমাগত ইসলামকে আক্রমণ করেগেছেন তিনি। তিনি অবশ্য সাধারণ কোন মানুষ নন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আরও একটি পরিচয় হলো আমোরিকার ধনকুবের। কিন্তু সেই প্রতাপশালী ব্যক্তিটি এখন ক্রমেই নিঃশ্বঙ্গ হয়ে পড়ছেন। এমনকি তার দলেরই প্রতিদ্বন্দ্বী কেমার্কো রুবিও তাকে ইসলাম ‘যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে’ মন্তব্যের জন্য আক্রমণ করেছেন।

মিয়ামিতে টেলিভিশন বিতর্কে রুবিও বলেন, ইসলামে উগ্রবাদী সমস্যা থাকলেও অনেক মুসলিম গর্বিত আমেরিকান। আগামী মঙ্গলবার ফ্লোরিডায় বাঁচা-মরার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন রুবিও।

‘প্রেসিডেন্টরা বলতে পারেন না যে তারা কী চান। এর একটা পরিণতি আছে,’ বলে রুবিও। এ সময় দর্শকরা করতালি দিয়ে তাকে উৎসাহিত করেন। আজকের বিতর্কে ইসলাম ইস্যুতে ট্রাম্পের সাথে সুষ্পষ্ট দূরত্ব বজায় রাখেন রিপাবলিকান দলীয় অন্য প্রার্থীরা।

সন্ত্রাসবাদীদের পরিবারকে খুন করা দরকার বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার সাথেও দ্বিমত পোষণ করেন প্রতিদ্বন্দ্বী তিনজনই।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে