শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৮:৩২:৩৫

‘ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে’

‘ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমান বিদ্বেষী বক্তব্য দেয়ার জন্য মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্পের প্রতি এ আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থা 'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স'। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

গত বুধবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, 'ইসলাম আমাদেরকে প্রচণ্ডভাবে ঘৃণা করে।' ট্রাম্পের ন্যাক্কারজনক এ বক্তব্যকে কেন্দ্র করে দ্রুত নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। পাশাপাশি, ট্রাম্পকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয়ার পর বৃহস্পতিবার বিতর্কের সময় ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে এ আহ্বান পরোয়া করেন নি ট্রাম্প বরং তার আগের বক্তব্য সঠিক বলে ওই দিনও তিনি দাবি করেন।

নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক মুসলমান-বিরোধী বক্তব্য দিয়ে চলেছেন ট্রাম্প। এর আগে, আমেরিকায় মুসলমানদের ঢুকতে না দেয়ারও আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে