শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৯:১৫:৩৫

সৌদির প্রস্তাবে ইরাক-লেবাননের ‘না’, নাখোশ বাদশাহ

সৌদির প্রস্তাবে ইরাক-লেবাননের ‘না’, নাখোশ বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবের এক প্রস্তাব আরব লীগের সব সদস্য মেনে নিয়েছে। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ শিয়া প্রভাবিত ইরাক ও লেবানন। এতে নাখোশ হয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব লীগ এক বিবৃতিতে শুক্রবার লেবাননের শিয়া দল হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেছে। সংবাদ সম্মেলনে আরব লীগের পক্ষে বাহরাইনের কূটনীতিক ওয়াহিদ মুবারক সাইয়ার এ বিবৃতি পড়ে শোনান।


তবে, লেবানন ও ইরাক আরব লীগের এই ঘোষণার সঙ্গে একমত হয় নি। আরব লীগের বাকি প্রায় সব সদস্যই হিজবুল্লাহকে সন্ত্রাসী বলার বিষয়টি মেনে নিয়েছে। ফলে এ দু'টি দেশের ওপর নাখোশ সৌদি বাদশাহ সালমান।

আরব লীগের মহাসচিব নির্বাচনের জন্য সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে মিলিত হন।

সম্প্রতি সৌদি আরব লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। গত ২ মার্চ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি সৌদি আরবকে অনুসরণ করে হিজবুল্লাহকে সন্ত্রাসী বলে কালো তালিকাভুক্ত করেছে। তবে আফ্রিকার দেশ আলজেরিয়া হিজবুল্লাহকে সন্ত্রাসী বলতে অস্বীকার করেছে।

এছাড়া হিজবুল্লাহকে সন্ত্রাসী বলার বিরোধিতা করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনও। অনেকেই বলছেন, হিজবুল্লাহর সঙ্গে সৌদি আরবের চলমান দ্বন্দ্ব মূলত ইসরাইলের স্বার্থ রক্ষা করছে।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে