শনিবার, ১২ মার্চ, ২০১৬, ১১:০৩:১৩

টি-২০ বিশ্বকাপে গুগলের নতুন চমক

টি-২০ বিশ্বকাপে গুগলের নতুন চমক

আন্তর্জাতিক ডেস্ক : টি-২০ বিশ্বকাপের জ্বরে কাপছে গোটা বিশ্ব। সার্চ ইঞ্জন গুগল কি আর খালি হাতে বসে থাকতে পারে? তাই যথারীতি নতুনত্বের চমক নিয়ে হাজির।

টুর্নামেন্ট শুরুর আগেই ডুডলে টি-২০’র নির্ঘণ্ট ও যাবতীয় আপডেট দিয়ে ক্রিকেট উৎসবে শামিল হয়েছে সুন্দর পিচাই অ্যান্ড কোম্পানি৷

এবার গুগল জানিয়েছে, চলতি টি-২০ বিশ্বকাপের যাবতীয় লাইভ আপডেট ও টুর্নামেন্ট সম্বন্ধীয় খবরাখবরের জন্য বিশেষ কোনও অ্যাপ ডাউনলোড করারই প্রয়োজন নেই৷ আপনার মোবাইলে শুধু গুগল সার্চ ইঞ্জিন থাকলেই কেল্লাফতে৷

টি-২০ বিশ্বকাপের সব খবরের জন্য গুগলে গিয়ে ‘ক্রিকেট ম্যাচ’ টাইপ করলেই হবে৷ সেকেন্ডের মধ্যে আপনি জেনে যাবেন এই টুর্নামেন্টে কি ঘটছে বা ঘটতে চলেছে৷

এই আপডেট অ্যানড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে৷ আপনাকে টাইপ না-করলেও চলবে৷ গুগল ভয়েস সার্চে গিয়ে বিশ্বকাপের ব্যাপারে সঠিক প্রশ্নটা করতে পারলেই গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে৷

গুগলের নতুন চিফ সুন্দর পিচাই একজন ক্রিকেটের পাগল ভক্ত৷ আর পাঁচজন ভারতীয়র মতো তিনিও ছোটবেলায় সুনীল গাভাস্কর ও সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটার হওয়ার স্বপ্নও দেখতেন৷ কিন্তু আইআইটি খড়গপুরের এই ছেলে ক্রিকেটার হতে না-পেরেও ক্রিকেটপ্রেমিদের মনে কিন্তু দাপটের সঙ্গেই ব্যাট করলেন গুগলের হটসিটে বসেই৷
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে