শনিবার, ১২ মার্চ, ২০১৬, ১১:৩৬:২৩

সাবমেরিন ‘নিখোঁজ’, দুশ্চিন্তায় কিম

সাবমেরিন ‘নিখোঁজ’, দুশ্চিন্তায় কিম

আন্তর্জাতিক ডেস্ক : কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়র একটি সাবমেরিন বা ডুবোজাহাজ 'নিখোজ' হয়েছে। খোয়া যাওয়া সাবমেরিনের কথা স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা। তবে এসম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

একজন কর্মকর্তা জানান, ‘মিডগেট’ নামের ৭০ ফুট লম্বা ইয়োনো শ্রেণির একটি ডিজেল চালিত সাবমেরিন নিখোঁজ রয়েছে। এটিতে দুজন ক্রু ছিল। তবে ক্রুদের সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

সাবমেরিনটির তল্লাশিতে জাতিসংঘের কোনো সহায়তা চাওয়া হয়নি বলে জানা গেছে। এদিকে প্রায়ই হুংকার দেয়া দেশটির নেতা কিম জং উন এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি। ফলে বোঝাই যাচ্ছে, এই ঘটনা উত্তর কোরিয়ার জন্য নতুন এক দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।

সম্প্রতি কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণ করেছে দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই দেশটি। এর জেরে পিয়ংইয়ংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে