শনিবার, ১২ মার্চ, ২০১৬, ১১:৪৪:৩৭

নির্মম! ৬০ জনকে শ্বাসরোধ করে হত্যা

নির্মম! ৬০ জনকে শ্বাসরোধ করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : একজন নয়, দশজনও নয় গুণে গুণে ৬০ জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে দক্ষিণ সুদানে। জাহাজের একটি কন্টেইনারে ঢুকিয়ে ওই ৬০ জনকে নির্মমভাবে হত্যা করে সুদানের সামরিক বাহিনী।

এ ঘটনার 'প্রমাণ' থাকার কথা উল্লেখ করে একটি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। অ্যামনেস্টি জানায়, পরে এসব লাশ ইউনিটি স্টেটের লিয়ার টাউনে একটি মাঠে ফেলে দেয়া হয়।
 
এদিকে পৃথক এক প্রতিবেদনে জাতিসংঘও বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা ও নারীদের নির্যাতনের জন্য দক্ষিণ সুদানের সৈন্যদের দায়ী করে। সরাকারি বাহিনীর বীভৎস লুটপাট ও নির্যাতনের বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। তবে সরকার তার দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে তোলা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষকরা জানান, তারা বিভিন্ন কঙ্কাল উদ্ধার করেছে। গত অক্টোবরে সেখানে এ নির্মম ঘটনা ঘটানো হয়।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে