শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৬:২৯:০৮

টিভি চ্যানেলের কোটিপতি মালিক, মামলা চালাতে ফ্ল্যাট বিক্রি!

টিভি চ্যানেলের কোটিপতি মালিক, মামলা চালাতে ফ্ল্যাট বিক্রি!

আন্তর্জাতিক ডেস্ক : একটা সময় এমন ছিল, আজ ব্রিটেন তো কাল স্পেন, ব্রিস্টল থেকে মার্বেলা ঘুরে বেড়াতেন পিটার মুখোপাধ্যায়। ভারতে থাকলে ওরলির মারলো বিল্ডিং। পিটার তখন স্টার ইন্ডিয়ার সিইও। রূপকথার গল্পের মতো তার জীবন। এর পর INX মিডিয়ার মালিকানা। পরে ১০০ কোটিতে সেই মিডিয়ার মালিকানা বেচে অবসর জীবন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

আর এখন সেই কোটিপতিই কিনা মামলার খরচ জোগাতে নিজের ফ্ল্যাট বিক্রির তোড়জোড় করতে হচ্ছে! মার্লোর ফিফথ ফ্লোরে, তিন হাজার স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাটটির দাম কম করে হলেও ১৫ থেকে ২০ কোটি টাকা তো হবেই।

শিনা বোরা হত্যা মামলায় স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মতোই পিটারের বিরুদ্ধে খুন, খুনের চক্রান্ত, খুনের সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে। তার হয়ে মামলা লড়ার জন্য মুম্বাই শহরের নামজাদা আইনজীবীকে নিয়োগ করেছেন পিটার, যিনি প্রতিবার কোর্টে হাজির হতেই ৩ থেকে ৫ লক্ষ টাকা নেন। এ পর্যন্ত মামলার পিছনে দেড় কোটি টাকা খরচও করে ফেলেছেন এই কোটিপতি।

জানা গিয়েছে, পিটার ও ইন্দ্রাণীর সব মিলিয়ে ছ'টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে পিটারের শুধু সই করার অধিকারটুকুই রয়েছে। নিজের নামে বলতে শুধু একটাই অ্যাকাউন্ট। যার মানে, অর্থের বড় অংশই ইন্দ্রাণীর জিম্মায়। পিটারের সে অর্থে আজ আর কিছুই নেই।

আইএনএক্স মিডিয়া বেচে দেয়ার পর থেকেই পিটার ও ইন্দ্রাণীর আর্থিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। ১১টি টিভি চ্যানেল তারা বিক্রি করেছিলেন ১৮০ কোটিতে। এই আইএনএক্সের সময় থেকেই পুরো মিডিয়া ব্যবসা নিজের হাতে নিয়ে নেন ইন্দ্রাণী। এমনকী পিটারের ব্যক্তিগত অ্যাকাউন্টও তখন থেকে ইন্দ্রাণীই দেখভাল করতেন।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে