শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৭:২৬:০৫

খুঁজে পাওয়া যাচ্ছে না জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে

খুঁজে পাওয়া যাচ্ছে না জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে

আন্তর্জাতিক ডেস্ক : খুঁজে পাওয়া যাচ্ছে না জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ৯২ বছর বয়সী রবার্ট মুগাবেকে।  তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করছেন জিম্বাবুয়েবাসী।  তবে কোথায় আছেন এ সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারছেন না।  এ নিয়ে তৈরি হয়েছে রহস্য।

গত সোমবার প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এক সফরে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।  সেখানে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সাংস্কৃতিক উৎসবে যোগ দেয়ার কথা ছিল তার।

প্রেসিডেন্ট মুগাবে বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী নেতা এবং ৩৬ বছর ধরে জিম্বাবুয়ে শাসন করছেন তিনি।

সরকারি বরাতে জানা গেছে, সোমবার ভারতের উদ্দেশ্যে জিম্বাবুয়ে ছেড়ে গেছেন তিনি।  কিন্তু বুধবার তার মুখপাত্র জর্জ চারাম্বা জানান, ভারতে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে এ সফর বাতিল করে জিম্বাবুয়ে ফিরে আসছেন তিনি।

কিন্তু এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।  এ কারণেই এ রহস্যের সৃষ্টি হয়েছে।  অনেকে মনে করছেন, তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যেতে পারেন।  সেখানে তিনি এর আগেও চিকিৎসা নিয়েছেন।

২০১১ সালে উইকিলিকসের ফাঁস হওয়া তারবার্তায় উল্লেখ করা হয়, তিনি অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত।  তবে তাকে দেখে বোঝা যায়নি যে, এ রোগে আক্রান্ত ছিলেন তিনি।

জিম্বাবুয়ের এক প্রফেসর তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট মুগাবে যেহেতু ইন্ডিয়া যাননি আবার জিম্বাবুয়েতেও নেই, তবে কোথায় তিনি? বিষয়টি খুবই রহস্যজনক।’

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমাদের প্রেসিডেন্টেকে ফেরত চাই’।

এর আগে মুগাবে জানিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় থেকে তার একশ’ বছর পূর্ণ করতে চান।  সূত্র : নিউজউইক
১২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে