সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৩:৪৪:১৫

২ স্থানে বিশ্রি ভাবে হারলেন ডোনাল্ড ট্রাম্প

২ স্থানে বিশ্রি ভাবে হারলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্ব ২ প্রাইমারিতে বিশ্রিভাবে হারলেন আবাসন শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প। ‘‌জি ও পি’‌ (‌গ্র‌্যান্ড ওল্ড পার্টি, রিপাবলিকান পার্টিকে যে নামে ডাকা হয়)‌ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এতদিন এগিয়ে থাকলেও আমেরিকার পশ্চিমে পাহাড়ী ওয়াইমঙ্গ প্রদেশ এবং রাজধানী ওয়াশিংটনে হেরে গেলেন তিনি।

ওয়াইমঙ্গ-‌এ জিতলেন তার রিপাবলিকান প্রতিদ্বন্ধী টেড ক্রুজ। টেক্সাসের সেনেটর টেড যেখানে পেয়েছেন ৬৬.‌৩%‌ ভোট সেখানে ট্রাম্প পেয়েছেন মাত্র ৭.‌২%‌। অন্যদিকে ওয়াশিংটনে জিতেছেন ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও। রুবিও পেয়েছন ৩৭.‌৩%‌ ভোট, আর ট্রাম্প মাত্র ১৩.‌৮%‌। এই প্রাইমারিগুলিতে কে কত শতাংশ ভোট পাচ্ছেন তার ওপর নির্ভর করে তিনি কতজন প্রতিনিধিকে পেলেন।

জি ও পি–‌র চূড়ান্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন সেটা ঠিক করবেন এই প্রতিনিধিরাই। মোট ২,৪২৭টি ভোটের মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ১,২৩৭ জন প্রতিনিধির ভোট পেতেই হবে। আপাতত ট্রাম্পের ঝুলিতে আছে ৪৬০টি প্রতিনিধি ভোট। ৩৬৭ প্রতিনিধি নিয়ে দ্বিতীয় স্থানে টেড ক্রুজ, আর ১৫৩ জনকে নিয়ে তৃতীয় রুবিও।‌

এদিকে, শুক্রবার শিকাগোয় গোলমালের পর শনিবারও ওহিওতে ট্রাম্পের সভায় সমস্যা হয়। এক ব্যক্তি মঞ্চে ওঠার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন।‌ শিকাগোর সমস্যা নিয়ে ডেমোক্র‌্যাট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সকে হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, বার্নির সমর্থকরাই গোলমাল পাকিয়েছে। বার্নি সাবধান না হলে এরপরে আমার সমর্থকরাও যাবে ওর সভায়!‌ মার্কিন সংবাদমাধ্যম বলছে, এমন কুশ্রী প্রচার আগে দেখিনি।‌
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে