সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৮:৩৭:০৮

সৌদির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাল হিজবুল্লাহ

সৌদির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিরুদ্ধে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহ। বিয়াদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগও তুলেছে সংগঠনটি। সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে কার্যত হিজবুল্লাহ'র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম।

লেবাননের বালবেক শহরে এক জনসমাবেশে তিনি বলেন, ওই পদক্ষেপটি সৌদি আরবের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন শুরুর ঘোষণার শামিল। যেসব ফোরামেই সৌদি আরবের প্রভাব রয়েছে সেখানেই হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়ার চেষ্টা করা হচ্ছে। হিজবুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নিতে অন্যদের ওপর চাপ সৃষ্টি করছে রিয়াদ।

শেইখ নায়িম কাসেম বলেন, ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করার যে সক্ষমতা হিজবুল্লাহ অর্জন করেছে তা নস্যাৎ করতে চায় সৌদি আরব। একই সঙ্গে দেশটি হিজবুল্লাহর ইসলামি ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং ইয়েমেন, সিরিয়া ও ইরাকের মজলুম জনতার সঙ্গে সংহতির পথে বাধা সৃষ্টি করতে চায়। এসব দেশের মানুষ সৌদি আরবের মাধ্যমে নিপীড়নের শিকার হচ্ছে।

হিজবুল্লাহর উপ-মহাসচিব আরও বলেন, সৌদি আরব সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কারনে হিজবুল্লাহর আত্মবিশ্বাস ও দৃঢ়তা আগের চেয়ে আরও বাড়বে।

সম্প্রতি সৌদি আরব লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দেয়। এরপর পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি ও আরব লীগ সৌদি আরবকে অনুসরণ করে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
১৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে