সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৯:১৩:৫৭

হুমকির জবাবে ওবামাকে কড়া বার্তা দিলেন মাদুরো

হুমকির জবাবে ওবামাকে কড়া বার্তা দিলেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কড়া বার্তা দিলেন কমিউনিস্ট শাসিত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দেশের বিরুদ্ধে মার্কিন হুমকির জাবাবে রাজধানী কারাকাসে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল সমাবেশে এই প্রতিক্রিয়া জনান।

নিকোলাস মাদুরো বলেছেন, আমেরিকাসহ সব দেশেরই ভেনিজুয়েলাকে হুমকি দেয়া থেকে বিরত থাকা উচিৎ। আমাদের সরকার ন্যায়সঙ্গত ও সঠিক পথে রয়েছে এবং কোনো দেশের হুমকিকে আমরা পরোয়া করি না।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কর্তৃত্ববাদী নীতির কাছে আমরা মাথা নত করতে পারি না। তিনি প্রতিরক্ষা নীতির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আমাদের সন্তানদের রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

মার্কিন প্রেসিডেন্ট ওবামা সম্প্রতি একটি নির্দেশে সই করেছেন যাতে ভেনিজুয়েলাকে আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করা হয়েছে। এরপরই রাজধানী কারাকাসে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে