সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৪:৩০:০৯

অবাক কাণ্ড, এবার বস্তির ঝুপড়ি ঘরে মিলল সাড়ে তিন কোটি টাকা

অবাক কাণ্ড, এবার বস্তির ঝুপড়ি ঘরে মিলল সাড়ে তিন কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : কোনো ধনাঢ্য ব্যক্তির রাজপ্রাসাদ নয়, বস্তির ঝুপড়ি ঘর।  সেখানেই কাড়ি কাড়ি টাকা।  শুনলে অবাক না হয়ে কেউ পারবে না।  ভারতে নম্বরপ্লেটহীন বুলেট চালিয়ে পুলিশের নজরে এসেছিলেন ঝুপড়ির এক বাসিন্দা।

তার বাড়ির ঝুপড়িতে অভিযান চালাতে গিয়ে চোখ কপালে উঠে পুলিশের। বস্তির ঝুপড়ি ঘরে সারি সারি নোট।  তাও আবার কয়েক লাখ টাকা নয়, মোট সাড়ে তিন কোটি টাকা।  এমন অবাক করা কাণ্ড ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায়।

মিরাজ এলাকার ওই ঝুপড়ির বাসিন্দা মইনুদ্দিন মোল্লা।  পুলিশ তাকে গ্রেপ্তার করে।  নম্বরহীন বুলেট চালাতে গিয়েই সন্দেহের তালিকায় আসেন মইনুদ্দিন। বাইক থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

কিন্তু কোনো প্রশ্নের সদুত্তর না পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  এরপর  ঝুপড়িতে হানা দিয়ে টাকাগুলো জব্দ করে পুলিশ।  কোথা থেকে এত টাকা তিনি পেয়েছিলেন, তার কোনো তথ্য পুলিশকে দিতে পারেননি মইনুদ্দিন।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মইনুদ্দিন কোলাপুরের বাসিন্দা।  দু’বছর আগে যখন এখানে আসেন তখন তিনি বড় গাড়িতেই এসেছিলেন।  কিন্তু তিনি কেন ঝুপড়িতে থাকার জন্য বেছে নিলেন তা এখনো অজানাই পুলিশের।
১৪মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে