সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৭:৫৬:৪৮

ট্রাম্পের হারের পর জমে গেল হোয়াইট হাউস দখলের লড়াই

ট্রাম্পের হারের পর জমে গেল হোয়াইট হাউস দখলের লড়াই

আন্তর্জাতিক ডেস্ক : পরপর দুটি প্রাইমারিতে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওয়াইওমিং এবং ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়নের ভোটাভুটিতে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প।

ওয়াইওমিং অঙ্গরাজ্যে ৬৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছেন টেড ক্রুজ। রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের দৌড়ে টেড ক্রুজই ডোনাল্ড ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী। রাজধানী ওয়াশিংটন ডিসিতে জিতেছেন ফ্লোরিডার মার্কো রুবিও।

শুক্রবার রাতে শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয় প্যাভিলিয়নে নিরাপত্তার কারণে সভা বাতিল করে দেন ট্রাম্প৷ প্রতিবাদের কারণে নির্বাচনী সভা বাতিলের ঘটনা নজিরবিহীন৷ যার জন্য ট্রাম্পের রাজনৈতিক অদূরদর্শিতাকেই দায়ী করেছেন প্রতিদ্বন্দ্বী টেড ত্রুজ, মার্কো রুবিও-রা৷ তাদের মতে, এই ঘটনা গণতন্ত্রের পক্ষে ‘কালো দিন'৷ ট্রাম্প ঘৃণা ও অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করছেন বলেও তারা অভিযোগ করেন৷

ট্রাম্পের বক্তব্য নিয়ে ‘স্তম্ভিত' বলে জানিয়েছে রিপাবলিকান দলের শীর্ষ নেতৃত্ব৷ যা নিয়ে তাদের কটাক্ষ করেছেন বারাক ওবামাও৷ ট্রাম্পের উত্থানের পিছনে রিপাবলিকান নেতৃত্বকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷

অন্যদিকে, পেশাদারদের জন্য অনাবাসী এইচওয়ানবি ভিসা বাতিলের যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত৷
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে