মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৯:১১:০২

বোমা মারতে গিয়ে আরব আমিরাতের যুদ্ধবিমান ‘উধাও’

বোমা মারতে গিয়ে আরব আমিরাতের যুদ্ধবিমান ‘উধাও’

আন্তর্জাতিক ডেস্ক : বোমা মারতে গিয়ে ‘নিখোঁজ’ হয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি যুদ্ধবিমান। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের হামলায় অংশ নিয়েছিল বিমানটি।

সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে যুদ্ধবিমান 'নিখোঁজ' হওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয় নি।

এর আগে সৌদির বেশ কিছু সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস করার দাবি করে আসছে দেশটিতে ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গ্রুপ আনসারুল্লাহ। তবে বিমান নিখোঁজের বিষয়ে এখন পর্যন্ত তারা কোন মন্তব্য করেনি।

গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব জোট। এতে এ পর্যন্ত ২,২৩৬ শিশুসহ অন্তত ৮,৩০০ বেসামরিক নিরীহ মানুষ নিহত হয়েছে।

এছাড়া দেশটির বসতবাড়ি, কল-কারখানা, হাসপাতাল, স্কুলসহ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
১৫ সার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে