মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৯:৫৬:৫৩

আমেরিকাতে ভালো আছেন কি মুসলিম জনগোষ্ঠি?

আমেরিকাতে ভালো আছেন কি মুসলিম জনগোষ্ঠি?

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকাতে মুসলমানরা কতটা অসহায়, তা বলার আর অপেক্ষা রাখে না। সে দেশে যে মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছে তা সাম্প্রতিককালে বৌদ্ধ সন্নাসীর ওপর হামলার ঘটনাটিই সাক্ষ্য দেয়। কনে না, দেশটিতে মুসলিম ভেবেই বৌদ্ধ সন্ন্যাসীর ওপর হামলা চালানো.হয়েছিল।

আক্রান্ত ওই বৌদ্ধ সন্ন্যাসীর নাম কোজেন সাম্পসন।  ৬৬ বছর বয়সী সাম্পসন জানিয়েছেন, তিনি যখন ওরেগন প্রদেশে হুড নদীর ধারে ঘুরছিলেন, তখন মুসলিম ভেবে ভুল করে তাকে আক্রমণ করা হয়।

হুড রিভার পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সাম্পসনের গাড়ির দরজায় লাথি মারা হয়। দরজাটা এসে লাগে তার মাথায়। এরপর ঘটনাস্থল থেকে চলে যায় অভিযুক্ত ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শ্বেতাঙ্গ।

সাম্পসন জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়। অল্প ক্ষত হয়েছে। কিন্তু কয়েক মিনিটের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি। সাম্পসন বলেন, কোনও কারণ ছাড়াই আমার ওপর হামলা করা হয়। আমার পোশাক দেখেই সম্ভবত আমায় মুসলিম বলে মনে হয়েছিল। আমি জানি এই ঘটনা রাগেরই প্রতিফলন। প্রতিদিন এমনই ঘটনার শিকার হতে হয় মুসলিমদের।

তিনি বলেন, এভাবে কারও রাগ নিয়ে বাঁচা যায়? তিনি আশাবাদী যে, এর থেকে মুক্তির নিশ্চয়ই কোনো উপায় মিলবে। তিনি বলেন, আমরা সকলেই ঈশ্বরের সন্তান। মুসলিমরা আমাদের ভাই বোন। তাই এধরনের কিছু করার আগে মানবিকভাবে বিষয়টি ভাবুন।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে