বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৫:১৬:২৮

বাসে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৫

বাসে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাস আবার ফিরল পাকিস্তানের পেশাওয়ারে। বুধবার পেশাওয়ারে সরকারি কর্মীদের একটি বিশেষ বাসে শক্তিশালী বিস্ফোরণে দুই মহিলা ও এক শিশু-সহ মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের এবং গুরুতর আহত ৩০। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। ২০১৪-র ১৬ ডিসেম্বরের সেনাবাহিনীর স্কুলে তালেবান হামলার পর এখন পর্যন্ত এটাই পাকিস্তানে সবচেয়ে ভয়াবহ হামলা।

পেশাওয়ার প্রশাসন সূত্রের খবর, বাসটি সরকারিকর্মীদের নিয়ে পেশাওয়ার থেকে মরদন যাচ্ছিল। বাসের মধ্যে শক্তিশালী বিস্ফোরক আগে থেকেই রাখা ছিল। সুনেহরি মসজিদ রোডের কাছে তীব্র বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। পেশাওয়ারের SSP আব্বাস মজিদ মারওয়াত জানিয়েছেন, বাসটিতে কমবেশি ৫০ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, হামলাকারীরা শক্তিশালী IED রেখে দিয়েছিল বাসে। বিস্ফোরণের জন্য প্রায় ৮ কেজি IED ব্যবহার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর বাসটিতে পুরো আগুন ধরে যায়। ভিতরেই দগ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়। স্থানীয় মানুষ আহতদের হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রের খবর, ৮ জনকে ICU-তে ভর্তি করা হয়েছে। তবে হামলার দায় এখনও স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী। যদিও গোয়েন্দাদের অনুমান, বিস্ফোরণের নেপথ্যে তালেবানদের হাত রয়েছে।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে