বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৫:৩৫:০২

শেষ বেলায় প্রকাশ পেল সফলতার কৃতিত্ব

শেষ বেলায় প্রকাশ পেল সফলতার কৃতিত্ব

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার মধ্যাঞ্চলীয় পালমিরা শহরের পশ্চিমে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে দেশটির সেনাবাহিনী। শহরটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শক্তিশালী অবস্থান রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সিরিয়ার সেনাবাহিনীকে সহায়তার জন্য রাশিয়ার বিমান বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত স্যাটেলাইট চ্যানেলের খবরে বলা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনীকে রুশ বিমান বাহিনী ব্যাপক সহায়তা দিয়েছে। যাওয়ার সময় প্রকাশ পেলো সফলতার কৃতিত্ব এর আগে এমন কোন সংবাদ জানা যায় নি। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার বিমানঘাঁটি ছেড়ে রুশ সেনাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। তার একদিন পর সিরিয়ার বাহিনীকে সহায়তার খবর এল। মঙ্গলবার রুশ সেনাদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এছাড়া, সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মাসতুরা রুশ সেনা সরিয়ে নেয়ার ঘটনাকে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রুশ সেনা সরিয়ে নেয়ার ঘটনা জেনেভা আলোচনা ও রাজনৈতিক উপায়ে সিরিয়ার সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ইতিবাচক ভুমিকা রাখবে।-আইআরআইবি
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে