বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৬:১৩:৫১

সেনাবাহিনী চলে গেলেও থেকে যাচ্ছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র!

সেনাবাহিনী চলে গেলেও থেকে যাচ্ছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তা সরিয়ে নেয়া হবে না। এ কথা বলেছেন রুশ উপ প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানভ। ইভানভ বলেছেন, সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকবে।

এদিকে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলাও অব্যাহত থাকবে। সিরিয়া থেকে রাশিয়ার বেশিরভাগ সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার কাজ শুরু হওয়ার খবর প্রকাশের একই সময়ে এসব খবর পাওয়া গেল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ঘোষণা করেছেন, সিরিয়া থেকে অচিরেই তার দেশের সেনাবাহিনীর একটা বড় অংশ সরিয়ে নেয়া হবে। সেইসঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সিরিয়ার গত পাঁচ বছরের সংকট সমাধানের জন্যও তিনি কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন। পুতিন বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় তার দায়িত্ব অনেকখানি পালন করে ফেলেছে।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে