বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৮:৩৯:২০

স্কাইপে কথা বলতে বলতেই আত্মহত্যা করলেন উপস্থাপিকা

স্কাইপে কথা বলতে বলতেই আত্মহত্যা করলেন উপস্থাপিকা

ঢাকা : বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন স্কাইপে। মাঝে কথা কাটাকাটি। আর এর জের ধরে কিছুক্ষণের মধ্যে আত্মহত্যাই করে ফেললেন ২৩ বছর বয়সী টেলিভিশন উপস্থাপিকা নিরোশা। তিনি একটি তেলেগু টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

বুধবার ভারতের সেকেন্দারাবাদ শহরে সিন্ধি কলোনির একটি পেয়িং গেস্ট হস্টেলে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, আজ (বুধবার) কানাডায় ছেলে বন্ধুর সঙ্গে স্কাইপে কথা বলছিলেন নিরোশা। কথা বলতে বলতেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি। ওই সময়েই নিরোশা আত্মহত্যা করবেন বলে হুমকি দেন তার বন্ধুকে। আর ওই হুমকি দেয়ার সঙ্গে সঙ্গেই স্কাইপ যোগাযোগ কেটে দেন নিরোশা। তাতেই সন্দেহ হয় কানাডায় থাকা নিরোশার বন্ধুর। তিনি সঙ্গে সঙ্গে নিরোশার হোস্টেলের কাছাকাছি থাকা তার আরেক বন্ধুকে ফোন করে বলেন, নিরোশার খোঁজখবর নিতে।

কিন্তু সেই বন্ধু নিরোশার কাছে পৌঁছতে একটু দেরি করে ফেলেন। হোস্টেলে পৌঁছে নিরোশার রুমে গিয়ে তিনি দেখেন, ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন নিরোশা। ২৩ বছর বয়সের ওই মিউজিক টেলিভিশন অ্যাঙ্কর বহু নিউজ চ্যানেলেও অ্যাঙ্কারিং করেছেন।

সেকেন্দারাবাদের রামগোপালপেট থানার পুলিশ জানাচ্ছে, ঠিক কী কারণে নিরোশা আত্মঘাতী হয়েছেন, তা বোঝা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।-বাংলামেইল
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে