বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০১:২৩:৩৭

২৫,০০০ লাইক হলেই মিলবে মনোনয়ন

২৫,০০০ লাইক হলেই মিলবে মনোনয়ন

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভোটের রাজনীতিতেও প্রভাব ফেলছে ফেসবুক! ২৫,০০০ লাইক হলেই মিলবে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির মনোনয়ন। এ ঘোষণার পর দলের যেসব নেতা ফেসবুক-টুইটার সীমিত ব্যবহার করেন অথবা ব্যবহার করেন না তারা হতবুদ্ধি হয়ে পড়েছেন।

বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ বলেছেন, ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পেতে সহায়ক হবে ফেসবুক লাইক। যেসব প্রার্থীরা দল থেকে মনোনয়ন চাইবে তাদের কমপক্ষে ২৫,০০০ ফেসবুক অনুসারী অথবা লাইক দেখাতে হবে।

বিজেপির রাজ্যদলের সভাপতি লক্ষ্মীকান্ত বাজপাইয়ের টুইটার অনুসারী রয়েছে ১০,০০০। যেখানে মুজাফফরনগরের দাঙ্গা অভিযুক্ত এমএলএ সুরেশ রানার রয়েছে ১২,৮৫৬ ফেসবুক অনুসারী।

মিরুতের বিজেপি এমপি রাজেন্দ্র আগারওয়ালের রয়েছে ১৩,৯৫৭ লাইক এবং বিজনরের এমপি কুনওয়ার সিংয়ের রয়েছে ২,৯৮৬ ফেসবুক ফ্রেন্ডস। এদের মাঝে অনেকেই সংশয় প্রকাশ করেছেন যদি এ পদ্ধতিতে নেতার প্রকৃত সক্ষমতা যাচাই করা হয়।

একজন সদস্য বলেছেন, ‘কোনো নেতার জনপ্রিয়তার প্রকৃত মানদণ্ড তার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কত অনুসারী রয়েছে এর ওপর নয়। পাশাপাশি একজন নেতা সমাজের সব বিভাগের দেখাশোনা করেন, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এর সবকিছু নয়।’

বিজেপির রাজ্যদল সভাপতি লক্ষ্মীকান্ত বাজপাই আশাবাদী, তিনি এ লক্ষ্য তিন মাসেই অর্জন করবেন।

এমএলএ সুরেশ রানা বলেন, ‘আমি মনে করি এই ঘোষণাটিকে বোঝা হিসেবে গ্রহণ করা ঠিক হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যম এবং তারা অবশ্যই আপনার কাজকে যাচাই করবে। ’

এমপি কুনওয়ার সিং বলেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি তৎপর নন। তিনি আরো যোগ করেন অমিত শাহের পরামর্শকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তার পরামর্শ ফেসবুকে ২৫,০০০ অনুসারী থাকা মূল বিষয় নয়, দলীয় কর্মীরা যাতে সাধারণ মানুষের সাথে বেশি বেশি যোগাযোগ রাখে সেজন্য উৎসাহিত করেছেন।’
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে