বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৩:০৩:৪১

বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, বহু ইরানি হতাহত

বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, বহু ইরানি হতাহত

আন্তর্জাতিক ডেস্ক : বড় ধরণের বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান।  ইরানি ফারসি নতুন বছর নওরোজ উপলক্ষে যখন বিপুল সংখ্যক মানুষ বাজারটিতে কেনাকাটায় ব্যস্ত ছিল তখন এ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুত্বর।

বুধবার সন্ধ্যার দিকে তেহরানের বড় বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, বাজারের কেন্দ্রস্থলের একটি ভবনের নিচতলায় স্বর্ণের কারখানার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থার গুরুতর।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকারীদের সহায়তার জন্য পুলিশ পুরো বাজার ঘেরাও করে ফেলে এবং দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যখন সন্ত্রাসীদের নানা তৎপরতা চলছে তখন এ বিস্ফোরণের ঘটনা ঘটল। সে কারণে প্রথম দিকে অনেকে সন্ত্রাসবাদী হামলা বলে মনে করেছিলেন।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে