বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৩:৩০:০০

অনলবর্ষী ওয়াইসির জিভ কাটার ঘোষণা বিজেপির, পুরস্কার ১ কোটি টাকা

অনলবর্ষী ওয়াইসির জিভ কাটার ঘোষণা বিজেপির, পুরস্কার ১ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসির জিভ কাটার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন বিজেপির এক যুব নেতা। এ জন্য এক কোটি টাকার পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে প্রকাশ, ভারতীয় জনতা যুব মোর্চা’ নামে সংগঠনের কাশী এলাকার আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট শ্যাম প্রকাশ দ্বিবেদী ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে নিয়ে এই বিতর্কিত ঘোষণা করেছেন। দ্বিবেদী বলেছেন, ‘দেশদ্রোহী ওয়াইসির যে জিভ কেটে আনবে তাকে ১ কোটি টাকার পুরস্কার দেয়া হবে।

এর আগে মীরাট কলেজের বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি’র সাবেক ছাত্রনেতা দুষ্যন্ত তোমর ওয়াইসির জিভ ছিঁড়ে আনলে ২১ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন। ওয়াইসির সংসদ সদস্য পদও খারিজ করার দাবি তুলেছেন তোমর।

কয়েকদিন আগে বিজেপি-শিবসেনা শাসিত মহারাষ্ট্রের লাতুরে এক জনসভায় মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছিলেন, ‘যদি আমার গলায় ছুরিও ধরা হয় তাহলেও ‘ভারত মাতা কি জয়’ বলব না। কী করবেন মোহন ভাগবত?’ তিনি আরো বলেন, ‘সংবিধানে কোথাও লেখা নেই যে, ভারত মাতার স্লোগান দেয়া জরুরি। আমি সংবিধানকে সম্মান করি এবং তা করতেই থাকব।

আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, ‘নতুন প্রজন্মকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেয়া শেখাতে হবে।’ জহরলাল বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী স্লোগান দেয়ার অভিযোগ ওঠাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলে গত ৩ মার্চ মোহন ভাগবত বলেন, ‘সময় এসেছে নতুন প্রজন্মকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বলার।’

এ প্রসঙ্গে ওয়াইসি প্রকাশ্য জনসভায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ নিয়ে লখনৌতে ওয়াইসির বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছে এমনকি পার্লামেন্টেও বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে, ওয়াসির মন্তব্যের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদের মধ্যে বুধবার কানপুরে ওয়াসির কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপির এক কর্মী। তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে