বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৫:১১:৩৩

'ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিশ্ব ঝুঁকিতে পড়বে'

'ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিশ্ব ঝুঁকিতে পড়বে'

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বিশ্ব ১০টি বড় ধরণের সংকটের মুখোমুখি হতে পারে বলে জানিয়েছেন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ট্রাম্প বিশ্বের অর্থনীতিকে বিপদে ফেলবেন এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে দেবেন বলে গবেষণা সংস্থাটির দাবি। বিবিসির একপ্রতিবেদনে এ খবর জানা যায়।

বিশ্বের ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে ইআইইউ এই পর্যবেক্ষণ তুলে ধরেছে। রিপাবলিকান দলের মনোনয়ন পেতে এখন লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রাপ্তির দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মি. ট্রাম্পের বিজয় এমনকি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়া বা দক্ষিণ চীন সাগরে যুদ্ধের চেয়েও ঝুঁকিপূর্ণ হবে, বলছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

যদিও তিনি তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে হারাতে পারবেন বলে সংস্থাটি মনে করে না।

ইআইইউর র‍্যাংকিংয়ের পয়েন্ট অনুযায়ী, জিহাদিরা বিশ্বের অর্থনীতিকে যতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, মি, ট্রাম্পও সেই একই পয়েন্ট পেয়েছেন।

ইআইইউ বলছে, ‘মি. ট্রাম্প তার ভবিষ্যৎ নীতির বিষয়ে খুব কমই জানিয়েছেন, এবং তাও সবসময়েই পাল্টাচ্ছে।'
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে