বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৫:৫৭:৩৮

হজে যাওয়ার পথে নিহত হলেন ১৪ হজযাত্রী

 হজে যাওয়ার পথে নিহত হলেন ১৪ হজযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : হজে যাওয়ার পথে নিহত হয়েছেন ১৪ ফিলিস্তিনি হজযাত্রী।  জর্দানে এক বাস দুর্ঘটনায় বুধবার তারা নিহত হন।  এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৬ জন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।  নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  বাসযাত্রীরা ওমরাহ পালনের জন্য মক্কায় যাচ্ছিলেন বলে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ পত্রিকা জানিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।  জর্দানের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, রাজধানী আম্মান থেকে ৩২০ কিলোমিটার দূরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়।

এতে ১৪ ফিলিস্তিনি হজযাত্রী নিহত হন।  পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় সফর করে থাকেন।
১৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে