বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৭:০৮:২৭

অবিশ্বাস্য, ১৬ বছরের নীরবতা ভাঙ্গল এক প্রতিবন্ধী

অবিশ্বাস্য, ১৬ বছরের নীরবতা ভাঙ্গল এক প্রতিবন্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ১৬ বছরের জেমস ওয়াকার রাগবি পছন্দ করে, পপ গান শুনতে ভালোবাসে, একজন মেয়ে বান্ধবীও আছে। কিন্তু সে কথা বলতে পারত না। খুব ছোটবেলায় একটি অসুখে পড়ে জেমস ওয়াকার প্রতিবন্ধী হয়ে পড়ে। সে হাটতে বা চলাফেরা করতে পারেনা। তবে কথা বলতে না পারার সেই নীরবতা অবশেষে ভেঙ্গেছে।

একটি যোগাযোগ যন্ত্রের সাহায্যে সে প্রথমবার কথা বলতে পেরেছে। আর সেটি হলো ‘হ্যালো মম’। এতদিনের নীরব থাকা সম্পর্কে নিজের যোগাযোগ যন্ত্রটি ব্যবহার করে জেমস বলছে, এটা মজার ছিল। আর নতুন করে কথা বলার বিষয়টি তার কাছে ‘নতুন কিছু শেখার মতো’।

যুক্তরাজ্যের হলে পরিবারের সঙ্গে বাস করে জেমস। নিজের চোখ কার্সরের মতো ব্যবহার করে সে কম্পিউটারে শব্দ আর ছবির উপর ক্লিক করে করে বাক্য গঠন করে। এভাবেই এখন সে অন্যদের সঙ্গে কথা বলে।

টোবি আই গেজ নামের এই কম্পিউটার সে ব্যবহার করতে পারে, এরকম কয়েক হাজার শব্দ আছে।-বিবিসি
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে