বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৯:৫৫:৩৮

খুবই নির্মম, ১৫০ মহিলা খুন

খুবই নির্মম, ১৫০ মহিলা খুন

আন্তর্জাতিক ডেস্ক : মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে কঠোর বাস্তব৷ শুনলে অবাক লাগে, এখনো ডাইনি সন্দেহে এদেশে পিটিয়ে মারা হয় মহিলাদের৷ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে শুধুমাত্র ঝাড়খণ্ডেই ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে ১২৭জন মহিলাকে৷ খুবই নির্মম ঘটনা।

বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হরিভাই পারথিভাই চৌধুরী ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য তুলে ধরে এ কথা জানান।

তিনি বলেন, ২০১২ সালে ২৬টি, ২০১৩ সালে ৫৪টি এবং ২০১৪ সালে ৪৭টি ডাইনি সন্দেহে পিটিয়ে মারার মামলা দায়ের হয়েছে৷ এনসিআরবি’র তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ঝাড়খণ্ডের উপজাতি অধ্যুষিত অঞ্চলে এ ধরনের ঘটনার হার প্রায় ৩০ শতাংশ৷

ঝাড়খণ্ডের পর হয়েছে ওডিশার স্থান৷ ২০১৪ সালে ওডিশার উপজাতি অধ্যুষিত অঞ্চলে ডাইনি সন্দেহে খুন করা হয় ৩২ জনকে৷ মধ্যপ্রদেশে এ সংখ্যাটা ২৪ এবং ছত্তিশগড়ে ১৬৷ সূত্র : কলকাতা২৪
১৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে