আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশি ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘প্রধান যুদ্ধাভিযান’ শেষের পথে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটিতে আগ্রাসন শুরুর এক বছরের মাথায় আর্থিক সঙ্কটে থাকা সৌদি আরব এ ঘোষণা দিল।
সৌদি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আর আসিরি বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি-কে বলেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এখন ইয়েমেনি সামরিক বাহিনীকে সহায়তা এবং দেশটির সেনাবাহিনী পুনর্গঠনে সাহায্য করবে।
এর ফলে ইয়েমেনি বাহিনী সন্ত্রাসবাদ দমনে এবং দেশটিতে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন আসিরি।
আসিরি জানান, ইয়েমেনি সেনাদের প্রশিক্ষণের জন্য দেশটিতে কিছুসংখ্যক সৈন্য মোতায়েন থাকবে।
২০১৪ সালে ইয়েমেনে রাজধানী সানা দখল করে নেয় ইরান সমর্থিত হুথিরা। সে সময় ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাবু মনসুর হাদি পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।
হাদি সরকারকে পুনর্বহালের লক্ষ্যে গত বছরের মার্চে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এতে অন্তত ৬০০০ ইয়েমেনি মারা যান, যাদের বেশিরভাগই বেসামরিক লোক।
ইয়েমেনে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ এবং বলেছে, ইয়েমেনে রাজনৈতিক সমাধান জরুরি হয়ে পড়েছে।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস