শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০২:০০:১২

২ কারণে মার্শাল আর্ট শিখছেন মার্কিন মুসলিম নারীরা

২ কারণে মার্শাল আর্ট শিখছেন মার্কিন মুসলিম নারীরা

আন্তর্জাতিক ডেস্ক : মার্শাল আর্ট শেখার প্রতি ঝুকছে যুক্তরাষ্ট্রের মুসলিম নারীরা। তাদের প্রশিক্ষণ গ্রহণের প্রবণতা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে দেশটিতে। কিন্তু হঠাৎ করেই মার্কিন নারীদের মধ্যে এই প্রবণতা বাড়ার কারণ কি?

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেনে পাওয়া যাবে সেই প্রশ্নর উত্তর। নিউইয়র্কে একটি মার্শাল আর্ট কেন্দ্রে কমপক্ষে ২০ জন মুসলিম তরুণীকে প্রশিক্ষণরত অবস্থায় দেখা গেছে।

মার্শাল আর্টে ব্লাক বেল্ট প্রাপ্ত মিশরীয় আমেরিকান নারী রানা আবদেল হামিদ নিউইয়র্কে মুসলিম নারীদের প্রশিক্ষণ প্রদান করছেন। নারীরা উৎসাহের সাথে এই প্রশিক্ষণ গ্রহণ করছেন বলে তারা জানান।

নিউইয়র্কের মতো অন্যান্য বড় মার্কিন শহরেও আত্মরক্ষার্থে মুসলিম নারীরা বিভিন্ন রকম প্রশিক্ষণ গ্রহণ করছেন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সেখানে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক আক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে দেশটিতে বসবাসরত মুসলিম নারীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন। তাই প্রধানত আত্মরক্ষার্থর জন্য তারা মার্শাল আর্ট শিখছেন। সেই সাথে শরীর চর্চার বিষয়টিও সমাধান হয়ে যাচ্ছে। যাকে বলে এক ঢিলে দুই পাখি শিকার।

গত ডিসেম্বরে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানোর পর থেকে মুসলিম বিদ্বেষী আক্রমণের হার বেড়ে যায়। এসব আক্রমণের ৮০ ভাগ ক্ষেত্রে মুসলিম হিজাবী নারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

মুসলিম স্বেচ্ছাসেবক সংগঠন কেয়ার জানিয়েছে, গত বছরের নভেম্বরের প্যারিস হামলা ও ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনো হামলার পর মুসলিম বিদ্বেষী হামলার পরিমাণ ৩ গুণেরও বেশি বৃদ্ধি পায়। আর অধিকাংশ ক্ষেত্রে নারীরাই এসব হামলার শিকার হয়।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে