আন্তর্জাতিক ডেস্ক : রহস্যময়ী এক নারীকে নিয়ে সেনাঘাঁটিতে হুলস্থুল কাণ্ড ঘটেছে। পুলিশ বাহিনীর পোশাক পরে ভারতের পাঞ্জাবের পাঠানকোটের সেনাঘাঁটিতে এক মহিলার সন্দেহজনক গতিবিধিতে এ কাণ্ড ঘটে গেছে।
চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে পাঠানকোট বিমানসেনা ঘাঁটিতে জইশ-ই-মোহম্মদের আত্মঘাতী হানার স্মৃতি এখনো মুছে যায়নি। আড়াই দিন লড়াই চালিয়ে বিমাসেনা ঘাঁটিকে জঙ্গিমুক্ত করতে হয়েছিল। সেই ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই ফের ঘটল এ ঘটনা।
শুক্রবার সকালে পঠানকোটে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত এলাকায় ওই ছদ্মবেশী নারীর সন্দেহজনক গতিবিধি এবং তার আটক হওয়ার খবরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সেনাবাহিনী সূত্রের খবর, সেনাঘাঁটি এলাকায় সিআরপিএফের (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) পোশাক পরে এক নারীকে ঘুরতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হতেই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। মহিলাকে আটক করা হয়েছে। সেনার পদস্থ কর্তারা তাকে জেরা করছেন।
সেনাবাহিনীর তরফে স্পষ্ট করে এখনো জানানো হয়নি আটক নারীর পরিচয়। সিআরপিএফের পোশাক পরে সেনাঘাঁটিতে কেন কে ঢুকেছে, তাও এখনো জানা যায়নি।
তবে পাঠানকোট সেনা ছাউনি এবং বিমানসেনা ঘাঁটিতে চরম সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম