আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম 3D-প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে সফলভাবে ওপেন হার্ট সার্জারি করতে সক্ষম হলেন চিকিৎসকরা। আর এরই মাধ্যমে বাঁচানো সম্ভব হলো, নয় মাসের এক শিশুকে। চীনের উত্তর-পূর্বের জ়িলিন প্রদেশে এমন ঘটনা ঘটেছে।
জন্মের পর থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল ৫.৬ কিলোগ্রাম ওজনের শিশুটি। দেখা দেয় হার্টের বিভিন্ন সমস্যাও। এরপর 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে শিশুটির হার্টের রেপ্লিকা ব্যবহার করা হয়। সেই হার্টের গঠন দেখেই পরিকল্পনামাফিক এগোতে থাকেন চিকিৎসকরা। কোথায় কি সমস্যা রয়েছে তা এর মাধ্যমে চিহ্নিত করা সম্ভব হয়। এর ফলে সময়ও খুব কম লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই