শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৭:০২:৩৩

ঘোড়াকে মারার দায়ে গ্রেফতার সরকার দলীয় নেতা

ঘোড়াকে মারার দায়ে গ্রেফতার সরকার দলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের ঘোড়াকে লাঠি দিয়ে মেরে গুরুতর আহত করার অভিযোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক এমএলএকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরখন্ডে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বিজেপির এমএলর গণেশ যোশী তার হাতের লাঠি দিয়ে ঘোড়াটিকে এমনভাবে মারেন যে ঘোড়াটির একটি পা কেটে ফেলতে হয়।

পশু চিকিৎসকরা জানিয়েছেন, শক্তিমান নামের ঘোড়াটির পায়ের আঘাত এতই গুরুতর ছিল যে পা কেটে ফেলা ছাড়া তাদের উপায় ছিল না।

রাজ্যের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা আরও কয়েকজন ধরার চেষ্টা করছেন। তবে গণেশ যোশী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি অভিযোগ করেন যে, তিনি ঘোড়টিকে মারছেন বলে যে ছবি টেলিভিশনে দেখানো হয়েছে তাতে আসলে আগের ফুটেজ ব্যবহার করা হয়েছে যার সঙ্গে ঘটনার কোন সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, কেউ জিন ধরে টান দেয়ার পরই ঘোড়াটি পড়ে যায় এবং এটির পা ভেঙ্গে যায়।

উত্তরখন্ডের রাজধানী দেরাদুনে সোমবার যখন বিজেপি এক বিক্ষোভ করছিল তখন ঘোড়াটির ওপর হামলার ঘটনা ঘটে।

উত্তরখন্ড রাজ্য সরকার জানিয়েছেন, শক্তিমান নামের এই ঘোড়াটির চিকিৎসায় তারা সম্ভাব্য সব কিছু করবে।

একটি ঘোড়ার ওপর এই হামলার ঘটনায় ভারতে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠে।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে