আন্তর্জাতিক ডেস্ক : এর আগে ১০-১৫ তলা থেকে পড়ে মৃত্যুর খবর জানা গেলেও ৫৩ তলা থেকে পড়ে কারো মৃত্যু হয়েছে জানা যায়নি। এবার এমন ঘটনাই জানা গেল।
লস অ্যাঞ্জেলসের একটি নির্মাণস্থলের ৫৩ তলা থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এ প্রকল্পে ওই ব্যক্তি কেবলমাত্র দ্বিতীয় দিনের কাজে এসেই মারা গেলেন।
উইলশায়ার গ্রান্ড সেন্টার নির্মাণ স্থলে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। তবে মৃত ব্যক্তির নাম এখনো জানা যায়নি।
এটি একশ’ কোটি মার্কিন ডলার ব্যয়ের উন্নয়ন প্রকল্পের একটি অংশ। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি হবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সবচেয়ে উঁচু ভবন।
নির্মাণকাজে নিয়োজিত কোম্পানির কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির চার তলার উপরে ওঠার কথা ছিল না। ওই কর্মীর প্রতি সম্মান জানাতে শুক্রবার প্রকল্পের কাজ বন্ধ রাখা হবে বলে জানান তিনি।
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম